বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাউজান পৌরসভার অবৈধ ফুটপাত উচ্ছেদ করলেন মেয়র 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজান পৌরসভার অবৈধ ফুটপাত উচ্ছেদ করলেন মেয়র 

চট্টগ্রামের রাউজান পৌরসভায় ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা ভাসমান দোকান উচ্ছেদ ও বাজার মনিটরিং করেন পৌরমেয়র জমির উদ্দিন পারভেজ। 

রোববার (১৭ মার্চ) রাউজান পৌর সদর জলিলনগর বাস স্টেশন থেকে ফকির হাট পর্যন্ত উচ্ছেদ অভিযান ও  বাজার মনিটরিং করেন তিনি। মেয়র জানান, পৌর সদরে মাইকিং করে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেয়ার অনুরোধ করা হয়েছে। 

কেউ নিজ দায়িত্বে তাদের স্থাপনা সরিয়ে না নেয়ায় অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী ওয়াসিম আকরাম, বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন, সাবের হোসেন, ইকবাল হোসেন, আরফানুল ইসলাম আবির, ডা. প্রদীপ, তৌহিদ প্রমুখ।

টিএইচ